ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

গোপনে কেন সন্তান জন্ম দিলেন বেনজির ভুট্টো 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩১, ২২ জুন ২০১৮

প্রধানমন্ত্রী থাকাকালিন অবস্থায় যে কজন নারী সন্তান জন্ম দিয়েছেন তাদের মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো অন্যতম। তৎকালিন সময়ে বিশ্বের ইতিহাসে তিনিই ছিলেন একমাত্র প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকা অবস্থায় সন্তানের জন্ম দিয়েছিলেন।  

সম্প্রতি সরকারি একটি হাসপাতালে নিজের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডান। তবে মাস ছয়েক আগে জাসিন্ডা জানিয়ে দেন যে তিনি অন্তঃসত্ত্বা। তার দায়িত্বও হস্তান্তর করা হয়েছে।

কিন্তু বেনজির তার সন্তান জন্ম নেওয়ার পুরো বিষয়টাই গোপন রেখেছিলেন। মন্ত্রিপরিষদের কোনো সদস্যই নাকি জানতেন না যে প্রধানমন্ত্রী সন্তানের জন্ম দিতে যাচ্ছেন।  

জাসিন্ডা আরডানের সন্তান জন্মের খবর প্রকাশ হওয়ার পর এক টুইট করেন বেনজিরের সেই সন্তান বখতাওয়ার ভুট্টো জারদারি।

তিনি লিখেন, বেনজির ভুট্টো দেখিয়েছিলেন যে আপনি একই সঙ্গে মা হতে পারেন এবং প্রধানমন্ত্রীও থাকতে পারেন।

কিন্ত কেন বেনজির ভুট্টো সন্তান জন্মের বিষয়টি গোপন রেখেছিলেন?

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, পাকিস্তানের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির চাপেই বেনজির তার অন্তঃসত্ত্বার বিষয়টি গোপন রেখেছিলেন। বখতাওয়ারের জন্মের সময় পাক সেনাসমর্থিত একটি রাজনৈতিক জোট সরকারকে ঘিরে ধরেছিল। 

সেই সময় তিনি মাতৃত্বকালীন কোনো ছুটিও নেননি। তার ব্যক্তিগত গাইনোকলজিস্ট তার অপারেশন করেছিল এবং সন্তান জন্মের পর ডাক্তারের পরামর্শ নিয়ে তিনি দ্রুত কাজে যোগ দিয়েছিলেন।

এ সম্পর্কে বেনজির ভুট্টো বলেছিলেন, পরের দিন আমি কাজে ফিরেছিলাম। সরকারি কাগজপত্র পড়েছিলাম এবং সরকারি ফাইলে স্বাক্ষরও করেছিলাম।

সূত্র: বিবিসি  

এমএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি